শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধুপঝোরাতে একটি সভায় অনান্য রাজনৈতিক দল ছেড়ে ৫টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নবাগতদের হাতে দলীয় ঝান্ডা তুলে দিলেন তৃণমূলের মাটিয়ালি ব্লক সভাপতি স্নোমিতা কালান্দি ও মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান। সাথে ছিলেন তৃণমূলের মাটিয়ালি বাতাবাড়ি দুইনং অঞ্চল সভাপতি বাপন রায় সহ অনান্যরা।