মালদার রতুয়ায় ওয়াকাফের জায়গা দখল। আর তা নিয়ে সোচ্চার হয়েছেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। আর এই নিয়ে থানা মোড় এলাকায় বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ওয়াকফের জায়গা দখল করে রেখেছে তৃণমূলেরই নেতারা। আর সময় মুখার্জী এর প্রতিবাদ করে ভালই করেছে।