আজ সিনেমা প্রেমীদের জন্য আনন্দের দিন, কারণ অভিনেতা দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’ এর প্রচারে আসছেন দেব নিজেই। তার আগেই অভিনেতা ও সাংসদ দেব পুজো দিলেন পাহাড়ের প্রসিদ্ধ সেবকেশ্বরী কালী মন্দিরে, মায়ের আশীর্বাদ নিতে। দেব ও তার সিনেমা টিম মন্দিরে উপস্থিত থেকে দেবীর পুজো আর মঙ্গল কামনা করলেন। পুজো অনুষ্ঠানের পর, দেব শিলিগুড়িতে তাঁর নতুন সিনেমার প্রচার কার্যক্রম শুরু করবেন।