রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আরামবাগের মাঠপাড়ায়।জানা গেছে,স্থানীয়রা গতকাল থেকে একটি পচা গন্ধ পাচ্ছিলো,আজ কয়েকজন গিয়ে মহিলার পচাগলা দেহ দেখতে পায়।ঘটনা জানা জানি হতেই বহু মানুষ জড়ো হয়।খবর পেয়ে সেখানে পৌঁছায় রেল পুলিশ ও আরামবাগ থানার পুলিশ।তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায়।দেহটি কার এবং কথা থেকে এখানে এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।