শিক্ষকদের ভুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় কাটোয়া কলেজে উত্তেজনা ছড়ায়।অধ্যাপকদের গাফিলতিতে অনিশ্চিত ৯২ জন পড়ুয়ার ভবিষ্যৎ! এরপরই এদিন বৃহস্পতিবার ফল সংশোধনের দাবিতে স্মারকলিপি জমা কলেজ অধ্যক্ষকে। জানা গিয়েছে কাটোয়া কলেজে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের ৯২ জন ছাত্র-ছাত্রীরা ভালো পরীক্ষা দিয়েও কলেজ অধ্যাপকদের ভুলে সিক্সথ সিমেস্টারের সকলে ফেল করেছে। যা কখনই সম্ভব নয়। অধ্যাপকদের গাফিলতির কারণে ছাত্র-ছাত্রীদের একটা শিক্ষাবর্ষ নষ্ট হতে চলেছে।