নলহাটি শহরকে যানজট মুক্ত করতে নলহাটি শহর জুড়ে বিশেষ অভিযান প্রশাসনের। আজ সকাল ১০ টা নাগাদ নলহাটি প্রশাসন বিশেষ অভিযান চালায় শহর জুড়ে, আগামী উৎসবের মরশুমে নলহাটি শহরকে যানজটমুক্ত করতে এই বিশেষ অভিযান প্রশাসনের। নলহাটি থানা পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন ও নলহাটি ব্যবসায়ী সমিতির সদস্য সহ নলহাটির সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ পথে নামেন। নলহাটি পশ্চিম বাজার থেকে রেলগেট হয়ে নলহাটি পূর্ব বাজার সহ সম্পূর্ণ নলহাটি শহরে চলে অভিযান।