আজ অর্থাৎ বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মাঠ মহলা গ্রামে বগা উৎসবকে কেন্দ্র করে ওই গ্রামে জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ। মূলত দেবী মনসার আরাধনার জন্য প্রত্যেক বছরের মত এ বছরও বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মাঠমহুলা গ্রামে বগা পূজার আয়োজন করেছেন মনসা পূজো উদ্যোক্তারা আর সেখানেই জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ এদিন এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম দোকানপাট সাজানো গোছানো হয়ে বসেছে বলে জানা যায়।