সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের প্রথম পক্ষের সৎ ছেলে এই খুনের চেষ্টা চালায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সেও অগ্নিদগ্ধ হয়। তাকেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলে কৃষ্ণপদ মিস্ত্রি (৫০), তাদের দুই সন্তান বাদল মিস্ত্রি (১৩) ও কন্যা সুমিত্রা মিস্ত্রি (১০) ।