বিষ্ণুপুর সীমান্তে ছোট দুর্গা প্রতিমা পুজো নিয়ে ব্যাপক উন্মাদনা, কৃষ্ণগঞ্জ ব্লকের বিষ্ণুপুর গ্রাম, এই গ্রামের কিছু ছেলে কলকাতাতে সারা বছর প্রতিমার কাজ করে, অনেক দামী বড়ো আর্টের প্রতিমা তৈরী হয় ও শহরতলিতে পুজো হয়, গ্রামের মানুষরা কোন দিন সুদূর কলকাতায় যেতে পারে না, সেই কথা ভেবে ওরা গ্রামের মানুষ ও পরিবারের জন্য বিনে পয়সাতে এই দূর্গা প্রতিমা তৈরী করে আবার কুমোরটুলিতে কাজে চলে গেছে আর এই বিষয় নিয়ে আজ বিকেল ৫ টা নাগাদ বিষ্ণুপুর গ্রামের সকল চিত্র ও এলাকাবাস