দীর্ঘ একমাস বেপাত্তা থাকার পর অবশেষে গুসকরা ফাঁড়ির পুলিশের তৎপরতায় শনিবার ছেলেকে ফিরে পেলেন আউশগ্রামের লক্ষ্মীগঞ্জের একটি আদিবাসী পরিবার। তাদের হাতে শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ বছর কুড়ির চন্দন টুডুকে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় একমাস আগে বাড়ি থেকে চলে যায় মানসিক ভারসাম্যহীন ওই যুবক চন্দন টুডু। তাকে রাজস্থানের আজমগড় স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে সেখানকার রেল পুলিশ। তারা তাকে উদ্ধার করে নিয়মকানুন মেনে সেখানকার একটি হোমে পাঠায়।