ঘটনাটি বুধবার রাতে ধলপল ২ GP ছাট রামপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় ভাটিবাড়ি গামী রাজ্য সড়কের উপরের ঘটনা। হাসপাতাল সূত্রে জানা যায় আহতরা হলেন শান্তি বর্মন এবং সুরবালা দাস। দুজনের বাড়ি সংশ্লিষ্ট এলাকয়। দুজনে ই বাজার থেকে বাড়িতে ফিরেছিলেন সেই সময় কোন একটি গাড়ি তাদের ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ওই পথে যাওয়ার পথে দেখতে পান দুই মহিলা পড়ে রয়েছে। এরপরই তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।