জামালপুরের নবগ্রাম এলাকায় গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগেই, এই ঘটনাকে কেন্দ্র করে জামালপুর থানার পুলিশ অভিযোগ দায়েরের ভিত্তিতে এক যুবককে নবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে গত 11 সেপ্টেম্বর, ধৃত ওই যুবকের নাম শেখ সুরোজ, নবগ্রাম এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।ধৃত কে ঐদিনই বর্ধমান আদালতে পেশ করা হয়, আদালত দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। জামালপুর থানার পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়।