বাইক ও স্কুটির মুখোমুখি সংর্ঘষ। অল্পের জোরে রক্ষা পেলেন আরোহীরা। শুক্রবার আনুমানিক সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় মঙ্গলকোটের সালন্দা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা নতুনহাট রাজ্য সড়ক ধরে পরস্পর বিপরীত দিক থেকে আসা বাইক ও স্কুটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে স্কুটি গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।