স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার -১ ব্লকের বীরপাড়া আইটিআই বাজার এলাকার বাসিন্দা জাহেদুল মিয়ার উপর।শুক্রবার রাতের ওই ঘটনার পর শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।এরপর বাড়িতে তিনটি বাচ্চা সমস্যায় পড়ে। আড়াই বছর, নয় বছর এবং বারো বছরের তিনটি বাচ্চা রয়েছে ওই বাড়িতে।এই বাচ্চাদের ভবিষ্যত নিয়ে বর্তমানে চিন্তায় পড়েছে প্রতিবেশী ও আত্নীয়রা।