আজ রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার মন্ডল ২এর বারাসাত গ্রাম পঞ্চায়েতের গাংনী গ্রামে CAA ক্যাম্পের শুভ উদ্বোধনে বিধায়ক পার্থসারথী চ্যাটার্জী, গ্রামের মানুষদের তিনি বোঝালেন যে, CAA নিয়ে ভুল বোঝাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমগ্র তৃণমূল দলের নেতৃত্বরা আপনারা ওদের কথায় কেও পা দেবেন না, আপনারা যাঁরা এখনো এই দেশের নাগরিকত্ব পাননি তাঁরা অবশ্যই CAA ফর্ম ফিলাপ করে নাগরিকত্ব লাভ করুন তাতে আপনাদেরই ভালো হবে, লাভ হবে আর আজ বিকেল ৫ টা নাগা