ফিল্মি কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনায় মঙ্গলবার ব্যাপক শোরগোল পড়লো এলাকায়। ফিল্মি কায়দায় ঘরে ঢুকে পরিবারের সদস্য দের মুখে নেশার ওষুধ স্প্রে করে সব নিয়ে চম্পট দিল চোর বলে অভিযোগ। নেশার ঘোর কাটতে ঘরে কিছুই না দেখে মাথায় হাত পড়ল রাহুল লামা ও তাঁর পরিবারের সদস্যদের। , গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ সরজিতকলোনি এলাকায় ঘটনা ঘটে। সোনার গহনা ও নগদ সহ মোট ১৫ থেকে ২০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোর।