সমাজসেবামূলক কার্যক্রমে মধ্য দিয়ে পালিত হল নবীজীর ১৫০০ তম জন্মবার্ষিকী। এদিন আজমি কেয়ার্স এর পক্ষ থেকে আয়োজন করা হয় নানান সামাজিক কাজের। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নবীজির এর ১৫০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি আয়োজিত হবে আনজুমান খিদমত-এ-খালকে (ইসলামিক সোসাইটি অফ সিলিগুড়ি)-এর সহযোগিতায়।