নিজের বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করল সোনামুড়া মাঠপাড়ার মিঠুন বণিক নামে এক যুবক। ঘটনাটি ঘটে মেলাঘর ঠাকুরপাড়া চৌমুহনীতে। ঘটনার বিবরনে জানা যায় এ মিঠুন বণিক এর সোনামুড়া থানার সঙ্গে জুয়েলারি দোকান রয়েছে। বিকেল পাঁচটার দিকে তার নিজস্ব বাইক করে মেলা ঘরে আসার পথে, মেলাঘর ঠাকুরপাড়া চৌমুহনীতে আসার পর, বাইক থেকে আপনাআপনি ভাবে পড়ে যান।