দুর্গাপুজোর মধ্যেই মর্মান্তিক ভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক এম আর ডিলারের।ঐ এম আর ডিলারের নাম মথন চন্দ্র কিস্কু।তার বাড়ি পুরুলিয়ার আদ্রা থানার অন্তর্গত মৈশারডি গ্রামে।জানা যায় সোমবার রাত্রে ঐ এম আর ডিলার সাইকেলে করে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর থানার অন্তর্গত শাঁখা রেল গেটের অদূরে একটি মোটর বাইক তাকে ধাক্কা মারলে সে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়ে। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।