ঘটনাটি বুধবার শিকারপুর এলাকার ঘটনা। ঘটনায় আহতরা হলেন পরেশ দাস এবং কালাম শেখ। জানা যায় বলরামপুর চৌপতি থেকে টোটো টি শিকারপুর দিকে যাবার পথে শিকারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে টোটো তে থাকা চালক এবং এক যাত্রীকে উদ্ধার করে। টোটো চালক পরেশ দাশ জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।