কাঁকসার বাঁশকোপা এলাকা থেকে চুরির উদ্যেশ্যে ঘোরাফেরা করার সন্দেহে ধৃত দুই জনকে মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দুই জন কাঁকসার বাঁশকোপায় শিল্প তালুকে গতকাল রাতে নির্জন জায়গায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল।কাঁকসা থানার পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় তাদের দেখতে পেয়ে আটকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কাছ থেকে বেশ কিছু লোহার স্ক্র্যাপ উদ্ধার করে পুলিশ।পুলিশের অনুমান দুইজনে চুরির উদ্যেশ্যে এলাকায় ঘোরাফেরা করছিল।