পুঞ্চা থানা এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করল মানবাজার সার্কেল আফগারি দপ্তর। শনিবার রাত্রি আটটা নাগাদ আবগারি দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী পুঞ্চা থানার বেনাগড়িয়া,লোটো,ধাদকিগড়া,বিন্দুকোচা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এবং এই অভিযানে এক সেট ড্রাম ও বাজেয়াপ্ত করা হয়।