পুনরায় দ্বিতীয় দফায় ভাঙ্গন শুরু হতেই শ্রীকান্তটোলা গ্রামের থাকা হনুমান মন্দির গঙ্গাগর্ভে তলিয়ে গেল। গ্রামের একমাত্র প্রধান রাস্তা অর্ধেকটাই তলিয়ে গেছে। এমন তীব্র ভাঙ্গনে আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। বিগত দিনের ভাঙ্গনে এক প্রান্তের গ্রাম গিলে খেয়েছে গঙ্গা। বহু পরিবারের জমি ভিটে মাটি বাড়ি ঘর সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। এবারে গঙ্গা রাস্তার পাশে থাকা হনুমান মন্দির গিলে খেয়েছে সাথে রাস্তাটিও তলিয়ে যাচ্ছে। তীব্র আতঙ্ক পরিস্থিতি গ্রামে।