১৫ আগস্ট ২০২৫ তারিখে সুচাঁদ কোনাই নামে এক ব্যক্তি সাঁইথিয়া আমোদপুর ফাঁড়িতে এসে লিখি তো অভিযোগ জানান যে তাঁর VIVO Y56 মোবাইল ফোনটি হারিয়ে গেছে আমোদপুর ফাঁড়ির পুলিশের দ্রুত তৎপরতায় হারানো মোবাইলটি উদ্ধার করে অবশেষে সুচাঁদ কোনাই নামে ওই ব্যক্তির হাতে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশে এই উদ্যোগ দেখে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন আজ বৃহস্পতি বার আনুমানিক বিকেল পাঁচটা নাগা