শুধু পুরকর্মী বা আধিকারিকেরাই নয়, পুরসভার কাউন্সিলরেরাও সময়ে এবং নিয়মিত পুরসভায় যান না। মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান বলেন, ‘‘শহরবাসীকে পরিষেবা দেওয়ার জন্যই পুরসভা। কিন্তু, দীর্ঘদিন ধরেই পুরকর্মীদের দেরিতে আসার ফলে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই বিষয়টি আর বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে, সকলকে সঠিক সময়ে, সঠিক ভাবে পরিষেবা দিতে হবে। সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অফিসে আসতেই হবে।’’