সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১২ নং বুড়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।এদিন সঙ্গে ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অনান্যরা।এদিন ক্যাম্পের প্রতিটি টেবিলে ঘুরে ঘুরে এলাকার সমস্যা জানাতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি।