জনস্বার্থে ৮ দফা দাবিতে বীরচন্দ্রনগর বাজারে মিছিল ও জমায়েত সংগঠিত করেন কৃষকফ্রন্ট।৯ সেপ্টেম্বর বেলা ২ ঘটিকায় সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন এবং জিএমপি শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে এই মিছিল ও জমায়েত সংগঠিত করা হয়।শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গা থেকে তিনটি গন সংগঠনের কর্মী সমর্থক নেতৃত্বরা সামিল ছিলেন।বীরচন্দ্র বাজার সিপিআই(এম) পার্টি অফিসের সামনে জড়ো হয়