আজ 2 সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকালের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের পাইকরে বিডিও অফিসে।নবী দিবস উৎসব নিয়ে বিশেষ বৈঠক করা হল। আলোচনা করা হয় আসন্ন নবী দিবস উৎসব যাতে ভালোভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করা হয় সেইসব বিষয়ে। উপস্থিত ছিলেন মুরারই২ ব্লকের বিডিও মিন্টু ঘোষাল, মুরারই2 পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পাইকর থানার ওসি তারক দে,CI মুরারই বিপ্লব মাইতি,বিশিষ্ট সমাজসেবী রা,ও এলাকার ইমাম রা।