ময়নাগুড়ি থানায় পুলিশ ডে উদযাপন ও যক্ষা রোগীদের কিছু প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী বিতরণ। সোমবার সব জায়গার সহিত ময়নাগুড়ি থানাতেও পালিত হল ১ লা সেপটেম্বর পুলি ডে। পুলিশ সবসময় নিয়োজিত থাকে মানুষের সুবিধা ও অসুবিধা এবং সমস্ত সমস্যার সমাধানে। পুলিশ জনসাধারণের জন্য দিনরাত এক করে রাতের পর রাত জেগে পরিষেবা দেয় সাধারণ মানুষকে। পুলিশ সব সময় তৎপর আছে বলেই সাধারণ মানুষেরা নিশ্চিন্তে পথে ঘাটে চলতে পারে, এবং যেকোনো সমস্যা থেকে