অষ্টমীতে কোন দুর্যোগের আশঙ্কা নেই, কিন্তু নবমীর রাত থেকেই ভোল বদলাবে আবহাওয়ার। পুজোর মধ্যেই আবার একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে ১ অক্টোবর। সেইদিন নবমী তিথি। অষ্টমীতে কখনো মেঘলা এবং কখনো রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও নবমীর সন্ধ্যের পর থেকে আবহাওয়া পুরোপুরি বদলে যাবে। ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে। দশমী এবং একাদশী তিথিতে কলকাতা সহ গোটা বঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে।।