গণেশ পুজোর মধ্যে গনেশ দেবতার আগমন হল গরবেতা এলাকায় প্রবেশ করল হাতির পাল গড়বেতার জঙ্গলে এই হাতির পাল প্রবেশ করাতে এই এলাকার হাজার হাজার উৎসুক জনতা মোবাইল গুচিয়ে রীতিমতো হাতির পালের ভিডিওগ্রাফি করতে ব্যস্ত অন্যদিকে যখন তখন কিন্তু ঘটতে পারে বড়সড়ো বিপদ।