Rajarhat, North Twenty Four Parganas | Aug 22, 2025
"আমার মতো হাজার হাজার কর্মী পার্টিতে আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাঁদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন। ভাষণ দেবেন। সে তো আমি মোবাইলে শুনে নিতে পারি।" বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। উল্লেখ্য আজই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। মোদীর সফরের সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ।