জয়গাঁ এলাকায় এক বেসরকারি হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় ধুন্ধুমার কান্ড সীমান্ত শহর জয়গাঁ এম জি রোড এলাকায়। পথ নেমে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ নামানো হয়। মঙ্গলবার জয়গাঁ এম জি রোডের এক হোটেল থেকে উদ্ধার হয়েছে আজিজুল ইসলাম নামক এক যুবকের ঝুলন্ত দেহ। ওই যুবক জয়গাঁ ঝরনা বস্তি এলাকার বাসিন্দা বলে জানা যায়। এই খবর তাঁর পাড়ায় পৌঁছাতেই এলাকাবাসী ও যুবকের পরিবারের সদস্যরা হোটেলের সামনে চলে আসেন।