শনিবার সাত সকালে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, রাজধানী শহর সংলগ্ন সাধুটিলা রেল ব্রিজ এর নিচেরে রেলের ট্রেকে। ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ব থানার পুলিশ এবং ডগ স্কট ও ফরেনসিক টিম। মৃত মহিলার নাম গীতা সূত্রধর বয়স আনুমানিক 27 বছর।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়েছে এবং এই মহিলার শ্বশুর এবং দেওর কে পুলিশ জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে যায়।