মালদার মালতী পুর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। মঞ্চ দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের হুংকার রহিমের। বিজেপি বিধায়কের গলায় আসিড ঢেলে দেওয়ার নিদান দেন তিনি। পাপাপাসি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন বিজেপি নেতদের ধরে পেটান, বিজেপির পতকা ছিঁড়ে ফেলুন এমনি নিদান দিতে সোনা যায় জেলা তৃণমূল সভাপতি কে। আজ মালদার মালতী পুরের এনায়েত নগরে অনুষ্ঠিত বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বাংলা ভাষা অপমান করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ