আসন্ন উৎসবের মরসুম গুলোতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল গন্ডাপাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বিনপুর 2 ব্লকের গন্ডাপালে , গন্ডাপাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে বুধবার গন্ডাপাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত এই শিবিরে প্রায় 41 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার সহ একাধিক গুনিজন ব্যক্তি।