Jaynagar 2, South Twenty Four Parganas | Sep 10, 2025
আজ বিপ্লবী বাঘা যতীন এঁর ১১১ তম আত্মবলিদান দিবস এবং কবি সুকুমার রায় এঁর ১০৩ তম প্রয়াণ দিবস আজ পূর্ণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো - ঘোষেরচক শিবালয় মন্দিরে । বাঘা যতীন ছিলেন যুগান্তর দলের প্রধান নেতা । উড়িষ্যার বালেশ্বরে ইংরেজ দের সঙ্গে সংঘর্ষে যুদ্ধে আহত হন এবং পরের দিন ১৯১৫ সালে ১০ ই সেপ্টেম্বর ৩৫ বছর বয়সে বালাসোর হসপিটালে প্রাণ ত্যাগ করেছিলেন । শুধুমাত্র একটি ছোরা দিয়ে বাঘ মেরেছিলেন তাই তার নাম হয় বাঘা যতীন ।