ঈশিতা খুনের মূল অভিযুক্ত দেশরাজকে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য গত ২৫ শে আগস্ট কোতোয়ালি থানার অন্তর্গত মানিকপাড়া এলাকায় ঈশিতা মল্লিকের বাড়িতে ঢুকে তিন-তিনটি গুলি করে হত্যা করে বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্তকে নেপাল সীমান্ত থেকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করে গত ২রা সেপ্টেম্বর আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।