Baruipur, South Twenty Four Parganas | Aug 31, 2025
বারুইপুর পুলিশ জেলার "উইনার্স টিম" এর সদস্যরা নরেন্দ্রপুর থানা সংলগ্ন গড়িয়া বাস স্ট্যান্ডে, কালিবাজার, গঙ্গাজোয়ার এবং শপিং মলে কর্তব্য রত ছিলেন। তাদের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মহিলা দের সঙ্গে যোগাযোগ করা, বিশেষ করে রাস্তা-ঘাটে যাতায়াত কারী মহিলা দের সঙ্গে সংযোগ স্থাপন করা । এই উদ্যোগটির প্রধান উদ্দেশ্য হলো মানুষের মধ্যে বিশ্বাস গড়ে তোলা এবং মহিলা দের মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করা । মহিলা দের সঙ্গে যোগাযোগ করে, পুলিশ কর্মক