সংঘর্ষ থেকে ফেরিঘাট সংকট—প্রশাসন ও বিধায়কের উদ্যোগে ফের একতার পথে লালনগর–লপাড়া শিমুলিয়া লালনগর হাইস্কুলে ছাত্র সংঘর্ষকে ঘিরে উত্তেজনার পর ভান্ডারদহ বিলে নৌকো চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে গত রবিবার হরিহরপাড়া থানায় বিশেষ বৈঠকে ফের পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকালে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, থানার আইসি অরূপ কুমার রায় ও ব্লক প্রশাসন ফেরিঘাট ও স্কুল পরিদর্শন করেন। তাদের তৎপরতায় সেদিন থেকেই শুরু হয় নৌকো চলাচল। শনিবার