আজ সকালে করিমপুর-১ পঞ্চায়েতে কাঁটাতলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্বোধনে সাংসদ মহুয়া মৈত্র, আজ সকালে করিমপুর-১ পঞ্চায়েতে নবরূপে সজ্জিত কাঁটাতলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্বোধন হলো আর এই অনুষ্ঠানে উপস্থিত হন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় সহ কৃষ্ণনগরের সাংসদ তথা নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভানেত্রী মহুয়া মৈত্র, তাঁদেরকে সংবর্ধনা জানানো হয় আর আজ সকাল ১১ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।