ধৃতদের নাম রাজ মাল, সুমিত মণ্ডল ও রোহিত সাউ। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ ও তেলিপুকুর এলাকায় ধৃতদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বর্ধমান-গুসকরা রোডে ঝিঙ্গুটি বাসস্ট্যান্ডের কাছে কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিশ ওই তিনজনকে ধরে। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি বাঁশের লাঠি, ভোজালি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। দলটি রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান।