This browser does not support the video element.
বারাবনী: আসানসোলে ট্র্যাফিক সিগন্যাল ভেঙে বাইকে ধাক্কা মিনিবাসের; গুরুতর আহত বাইক চালক, পথ অবরোধ করে বিক্ষোভ
Barabani, Paschim Bardhaman | Aug 26, 2025
আসানসোলে ট্রাফিক সিগন্যাল ভেঙে এক মিনিবাস বাইকে মারে ধাক্কা, গুরুত্বর আহত বাইক চালক,উত্তেজিত জনতা যাত্রী বোঝায় এক মিনিবাস্ মাইথন থেকে আসানসোল বাস্ স্টান্ড যাওয়ার সময় আসানসোলের BNR মোড়ে ট্রাফিক সিগন্যাল ভেঙে তীব্র গতিতে এসে এক বাইক চালকে ধাক্কা মারে এবং প্রায় কয়েক ফিট টেনে নিয়ে যায় বাইক ও বাইক চালকে এরফলে গুরুত্বর আহত হয় বাইক চালক। এই ঘটনার দৃশ্য দেখা স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেট এর