লাউগাং সোনারটিলা লোকনাথ পূজা কমিটির উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় এক সামাজিক কর্মসূচী।২ রা মে বিকাল ৫ ঘটিকা থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তির বাজার মহকুমার লাউগাৎ সোনারটিলা লোকনাথ পূজাকমিটির উদ্দ্যোগে ৩০ তম লোকনাথ উৎসবের আয়োজন করা হয়। আজ বিকালে এক সামাজিক কর্মসূচীর মাধ্যমে লোকনাথ পূজার শুভ সূচনাকরাহয়