গলসি এক নম্বর ব্লকের পারাজ পঞ্চায়েতে ও গলসি দু'নম্বর ব্লকের সাটিনন্দী পঞ্চায়েতের বিল গ্রাম প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর তিনটে পর্যন্ত। এদিন গলসি ১নং ব্লকের পারাজ পঞ্চায়েতের ১৮০,১৮১,১৮২ নম্বর বুথের মানুষদের নিয়ে চলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং গলসি ২ নম্বর ব্লকের সাটিনন্দী পঞ্চায়েতের বেলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ৫১,৫২,৫৩নং বুথের মানুষদের নিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হয়।