ধৃতদের নাম শেখ মিরাজুল হক ও রাজেশ মোল্লা ওরফে মোল্লা আপিল মেহমুদ। ভাতার থানার নতুনগ্রামে প্রথমজনের বাড়ি। অপরজনের বাড়ি দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়ায়। বৃহস্পতিবার রাতে শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার এলাকার বাসিন্দা মুন্না হেমব্রম পেশায় গাড়িচালক। বছর চারেক ধরে তিনি একটি গাড়ি কর্জনায় পেট্রল পাম্পের পাির্কংয়ে রাখেন। সেখান থেকে বেশ কয়েকবার গাড়ির যন্ত্রাংশ চুরি যায়।