কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চড় শম্ভুনগর এলাকায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সরকারি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানে প্রকল্প বাছাই নিয়ে বিবাদের কারণে এই জটিলতা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, তারা শিবিরে এসে সম্মিলিতভাবে ওই এলাকার একটি প্রকল্প নির্ধারণ করেছিল। কিন্তু পরবর্তীতে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গিয়ে সেই প্রকল্প নিয়ে আপত্তি জানায়। যা নিয়েই বাকবিতণ্ড হয় মন্ত্রীর।