প্রেমিকাকে ভিডিয়ো কল করে আত্মঘাতী হলেন এক যুবক। ইংরেজবাজার শহরের মহেশমাটির ঘটনা। আজ ভোর ৪টা নাগাদ শোবার ঘর থেকে গোলাম শেখের(২৪) ঝুলন্ত দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যায় পরিবার। তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, গোলাম শহরের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। মহেশ মাটিরই এক মহিলা সঙ্গে পুজোর পরে গোলামের বিয়ে হওয়ার কথা ছিল। ওই মহিলার প্রথমপক্ষের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁর এক সন্তান রয়েছে।