ধর্মনগর যাওয়ার পথে নিখোঁজ এক ব্যক্তির। ঘটনা কদমতলা থানার অন্তর্গত পূর্ব কদমতলার বাসিন্দা দ্বিজরাজ আচার্জি (৬০) গত ১৮ আগস্ট সকাল বেলায় ধর্মনগর যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে কদমতলা থানায় একটি মিসিং ডায়েরি করে। প্রবীণ এই ব্যক্তির খোঁজে স্থানীয়রা পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।