অত্যন্ত ভয়ঙ্কর ভাবে নদী ভাঙ্গন শুরু হতে আতঙ্ক ছড়লো খাসখোল এলাকার বাসিন্দাদের মধ্যে। বিগত দিনে এমন ভাঙ্গন দেখেনি এলাকাবাসি।গঙ্গার তীব্র দাপটে নদী পাড়ের বাড়িঘর জমি জায়গা বড় বড় গাছপালা সবকিছুই মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।তীব্র ভাঙ্গনের খবর এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে বহু মানুষ নদী পাড়ে এসে হাজির হয়েছে ভাঙ্গনের এমন দৃশ্য দেখতে।গোটা এলাকা ক্রমশ ভাঙ্গন হয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গ্রামবাসীর মধ্যে।চোখের নিমেষে সবকিছুই গিলে খাচ্ছে গঙ্গা।